বিকল্প ১৩ দেশ থেকে পেঁয়াজ আমদানি
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৫
ভারত রফতানি বন্ধের পর বিকল্প ১৩ দেশ থেকে পৌনে সাত লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) নিয়েছেন দেশের আমদানিকারকরা। এরইমধ্যে চট্টগ্রাম বন্দরে ২৫৮ টন পেঁয়াজ পৌঁছেছে। এছাড়া বহির্নোঙরে সাগরে রয়েছে আরো বেশ কয়েকটি চালান। ঢাকা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পরিচালক কৃষিবিদ আজহার আলী জানিয়েছেন,
এখন পর্যন্ত প্রায় এক হাজার আমদানিকারক মোট ১৩ দেশ থেকে পৌণে সাত লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি নিয়েছেন। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে যেহেতু এসব পেঁয়াজ আমদানি হবে তাই বন্দরসংশ্লিষ্ট উদ্ভিদ সংগনিরোধ দফদতর থেকে রিলিজ অর্ডার নিয়ে সেগুলো বন্দর থেকে ছাড় করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পেঁয়াজ আমদানি
- আমদানিকারক