মাধ্যমিক স্কুল কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইনি নোটিশ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭
দেশের মাধ্যমিক পর্যায়ের (সরকারি ও বেসরকারি) সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস করার দাবিতে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নোটিশ পাঠানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইডস ফাউন্ডেশনের পক্ষে এর চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।