
পাজামা পরলে পাওয়া যাবে টাকা!
সময় টিভি
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮
ফরাসি ভাষায় পু মুয়া শব্দ দুটোর মানে আমার জন্য! এই একই নামে একটি পোশাক প্রস্তুতকারী সংস্থা রয়েছে। সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, পোশাক সংস্থা পু মুয়া আপাতত আপনাকে অর্থ দেবে সারা দিন ধরে শুধু নেটফ্লিক্স দেখার জন্য! নিজেদের পাজামা কতটা আরামদায়ক ক্রেতাদের কাছে, সেটাই যাচাই করতে চাইছে 'পু মুয়া'।
বুঝে নিতে চাইছে যে আরামের কথা মাথায় রেখে ক’জন তাদের ব্র্যান্ডের পোশাক কিনতে প্রস্তুত। করোনার সময় প্রায় ২৪ ঘণ্টাই থাকতে হচ্ছে বাড়ির চার দেওয়ালের মাঝে। সেই পরিস্থিতিতে সংস্থার তৈরি করা পাজামা কতটা স্বাচ্ছন্দ্য দিচ্ছে ক্রেতাকে, সেটাই পরীক্ষা করতে চাইছে এই সংস্থা।