![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F2d452fdd-6086-4b92-bc8d-03b5001bcb75%252F084314GAZIPUR_DH0615_20200928_GAZIPUR_PIC__8_.JPG%3Frect%3D0%252C12%252C2506%252C1316%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লার ভাগাড়
চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে কয়েক কিলোমিটার গেলেই কড্ডা এলাকা। সেখানে কড্ডা সেতুর পাশেই গাজীপুর সিটি করপোরেশনের বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন শত শত টন ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এই ভাগাড়ে।
গাজীপুর সিটি করপোরেশনে আয়তন প্রায় ৩২৯ বর্গকিলোমিটার। সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা প্রায় ৩৫ লাখ। শিল্পকারখানা আছে প্রায় দুই হাজার। অথচ এত জনসংখ্যা, এত কলকারখানার বর্জ্য ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। নগরজুড়েই ময়লা-আবর্জনা। সর্বত্রই পরিচ্ছন্নতার অভাব
- ট্যাগ:
- বাংলাদেশ
- মহাসড়ক
- ময়লার ভাগাড়