![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78388825,imgsize-171485/pic.jpg)
আজ বাবরি রায়, সতর্কতা সর্বত্র
অভিযুক্তরা আসুন বা না আসুন, রায়দান আজই। রায়ের আগের দিন নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কী কী সতর্কতা নেওয়া হবে? নয়াদিল্লি: ২৮ বছর আগের সেই ঘটনা চিরকালের মতো বদলে দিয়েছিল ভারতের সামাজিক এবং রাজনৈতিক গতিপথকে।
আজ, বুধবার সেই বাবরি মসজিদ ধ্বংসের রায় দেবে লখনৌয়ের বিশেষ সিবিআই আদালত। আদালতের তরফে আগেই রায়দানের সময়ে অভিযুক্তদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।