জেলে বন্ধুত্ব, বেরিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই!
মোহাম্মদ বারেক। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার মহেশখালী। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর বাসিন্দা আবুল কাশেম ওরফে জীবন। স্বপন আকন্দের গ্রামের বাড়ি পটুয়াখালীর উত্তর ভাদুরা। তিন জনের বাড়ি তিন জেলায় হলেও বন্ধুত্ব জেলখানায়। তাও একযুগ আগে। বন্ধুত্বের আগে তারা যার যার মতো করে রাজধানীর বিভিন্ন সড়কে ছিনতাই করত। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। জেলে গেছে। জামিনে বেরিয়েছে। আবার জড়িয়েছে ছিনতাইয়ে। ছিনতাই করতে গিয়ে গণপিটুনিও খেয়েছে। পরবর্তী সময়ে তারা ছিনতাই ছেড়ে নিজেরা ডিবি পুলিশ পরিচয়ে মহড়া দিয়েছে। কয়েক দফা মহড়া শেষে তারা একই পরিচয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের গ্রেফতারের ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে বারেক, কাশেম ও স্বপন। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে গ্রেফতার করে তাদের। গতকাল তাদের রিমান্ডে নিয়েছে ডিবি। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি দেশীয় পিস্তল, পিস্তলের এক রাউন্ড কার্তুজ ও ডিবি লেখা একটি জ্যাকেট ও একটি বেতারযন্ত্র (ওয়্যারলেস সেট)। এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আ. আহাদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.