কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রে নির্বাচন: প্রথম বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটিতে ক্লিভল্যান্ডে মুখোমুখি হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে এই বিতর্ক। উভয় প্রার্থী নিজেদের দুর্বলতাগুলো জানেন। তাই কী প্রশ্নবান আসতে যাচ্ছে সে সম্পর্কে তাদের ধারণা আছে, উত্তরও জানা।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে ১০ লাখ ভোটার আগাম ভোট দিয়ে ফেলেছেন। সময় দ্রুত বয়ে যাচ্ছে। উভয় প্রার্থীর প্রচার শিবির এ সময়ে ভোটারদের খুশি করে দলে টানতে নানা রকম চেষ্টা করছেন। যদিও করোনাভাইরাস মহামারীর এ সময়ে স্বাস্থ্য সুরক্ষার নানা বিধি নিষেধের কারণে কোনো পক্ষই এবার বড় সমাবেশ আয়োজন করতে পারেনি।

কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে দুই লাখের বেশি মানুষ মারা গেছেন। বেকার হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। করোনাভাইরাস নিয়ন্ত্রণে ট্রাম্পের ব্যর্থতা এখন স্পষ্ট। বিতর্কে যা বাইডেনের গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও