কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাল সার্টিফিকেটে প্রতারণার চেষ্টা, যুবককে পুলিশে দিলেন নির্বাচন কর্মকর্তা

সমকাল বরিশাল মেট্রোপলিটন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪

জাল শিক্ষাসনদ দিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্মতারিখ সংশোধনচেষ্টার অভিযোগে শাহাদত হোসেন শামীম নামের একজনকে পুলিশে দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা তাকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক শাহদত হোসেন শামীম নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মজিদ হাওলদারের ছেলে।

আঞ্চলিক নির্বাচন অফিসের প্রশাসনিক কর্মকর্তা দোলোয়ার হোসেন জানান, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ভুল আছে দাবি করে কয়েক মাস আগে তা সংশোধনের জন্য নির্বাচন অফিসে আবেদন করেন শামীম। জন্মতারিখ শনাক্তের জন্য তিনি এসএসসি পাশের সনদপত্র দেন। পরে যাচাইবাছাই করে দেখা যায় তার ওই সনদপত্র জাল। মঙ্গলবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে ডাকা হয় তাকে। তিনি যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওযায় তাকে পুলিশে সোপর্দ করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও