ভয়ঙ্কর 'ক্যাট কিউ' ভাইরাসের লক্ষণ
করোনায় যখন নাকাল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। তখন চীন থেকে ভারতে আসতে পারে নতুন ক্যাট কিউ ভাইরাস, এমনই সতর্কবার্তা দিলেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা।
ক্যাট কিউ ভাইরাসের উপসর্গ কী?
আইসিএমআর-এর সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানাচ্ছেন একটি নয়, একাধিক উপসর্গ রয়েছে ক্যাট কিউ ভাইরাসের। সর্বভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টে প্রকাশিত খবর অনুযায়ী, ক্যাট কিউ ভাইরাসে আক্রান্তরা জ্বরে আক্রান্ত হতে পারেন। এছাড়াও ম্যানিনজাইটিস, পেড্রিয়াটিক এনকেফেলাইটিস দেখা দিতে পারে।