বাবা-ভাইয়ের পর ইসরায়েলি আদালতে এবার ফিলিস্তিনি কিশোরকে কারাদণ্ড
পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরের ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ইসরায়েলের একটি সামরিক আদালত। দণ্ডপ্রাপ্ত ওই কিশোরের নাম সামের আবদুল করিম আওয়ায়িস। তাকে এক বছরেরও বেশি সময় আগে ধরে নিয়ে গিয়েছিল দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিন নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ডিটেনশন সেন্টারে সামেরকে কয়েক মাস ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এ সময় তার ওপর নির্যাতনও চালায় তদন্তকারী কর্মকর্তারা। সামেরের বাবাও বর্তমানে ইসরায়েলি কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তাঁকে গত এক বছরেরও বেশি সময় বন্দি থাকাবস্থায় বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.