কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৩ বছরেও সুরাহা হয়নি শিশু তাহারাত হত্যারহস্যের

নয়া দিগন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৩১

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু তাহারাত হত্যাকাণ্ডের তিন বছরেও কোনো সুরাহা হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে শিশুটিকে গলা কেটে হত্যা ও ঘটনার সাথে জড়িত এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেও ময়নাতদন্ত রিপোর্টে ওই শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এখন পর্যন্ত এই মামলায় একজন আসামি আটক হয়েছে মাত্র। কিন্তু ঘটনার সাথে আরো লোক জড়িত থাকতে পারে বলে দাবি করেছে হতভাগ্য ওই শিশুর বাবা মো: মনির হোসেন।

জানা যায়, শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী দক্ষিণ পাড়া জিয়াউদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত হেদায়েত উল্যাহর ছেলে মো: মনির হোসেনের ছেলে মো: আশরাফুল ইসলাম তাহারাত (১১) ২০১৭ সালের ২৪ আগস্ট বৃহস্পতিবার নিখোঁজ হয়। শাহরাস্তি থানা এলাকা, লক্ষ্মীপুরের রামগঞ্জ ও নোয়াখালীর চাটখিল এলাকায় খোঁজাখুঁজির সময় গত ২৬ আগস্ট দুপুরে পুলিশ পাশের সেতীনারায়ণপুর গ্রামের স্পেন প্রবাসী নূরু ভুঁইয়ার বাড়ির পরিত্যক্ত রান্নাঘর থেকে লাকড়ি ও খড়কুটা চাপা অবস্থায় শিশুটির বিকৃত লাশ উদ্ধার করে। ঘটনার এক মাস পর ২২ সেপ্টেম্বর লাশের ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে তাহারাতকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে নিশ্চিত হবার পর ওইদিন তার বাবা মো: মনির হোসেন শাহরাস্তি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও