![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Screenshot_8-17-2009290632.png)
মাটি ছাড়াই শাক-সবজি বাড়বে পানিতে ভেসে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২
অভিনব এক উপায়ে চলছে শাকসবজির চাষাবাদ। অনেকটা অবিশ্বাস্যও বটে। সবারই জানা মাটি ছাড়া উদ্ভিদ জন্মায় না। তবে নতুন এক পদ্ধতিতে মাটি ছাড়াই চলচে চাষাবাদ। শুধু পানিতে ভেসেই তড়তড়িয়ে বেড়ে উঠছে শাক-সবজি। গ্রিন সেভার্সের অফিসের ছাদে মাটি ছাড়াই চলছে চাষাবাদ। গ্রিন সেভার্স একটি পরিবেশবান্ধব সামাজিক সংগঠন। পানিও খুব কম লাগে। একবার দিলেই মাস চলে যায়।
গ্রিন সেভার্স সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান রনি বলেন, বাংলাদেশে যেহেতু আমরা সুপেয় পানির অভাব বোধ করছি বা এই এই অভাব বোধ করছি যে মাটি কমে যাচ্ছে। সেই তাড়না থেকেই মূলত হাইড্রোপনিক পদ্ধতিটি আমরা বাংলাদেশে জনপ্রিয় করার চেষ্টা চালাচ্ছি। পাশাপাশি শহরের ছাদে গাছ লাগানোর জায়গা কম। ব
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিনব উদ্যোগ
- শাক-সবজি সংরক্ষণ