স্বর্ণাক্ষরে কুরআন লিখেছেন আজারবাইজানের নারী
কুরআন মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ। ২০১৫ সালে এই পবিত্র ধর্মগ্রন্থের সবচেয়ে পুরনো পাণ্ডুলিপি পাওয়া যায় যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। এতে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়।
এর পরের বছর স্বচ্ছ সিল্কের পাতায় স্বর্ণের অক্ষরে কুরআন লিখে ইতিহাস গড়েন আজারবাইজানের এক নারী শিল্পী। তার নাম তুনজালে মেমেদজাদে। গোটা কুরআনের এমন অলঙ্করনে বিশ্বজুড়ে আলোচনায় আসেন তিনি। তিন বছরের চেষ্টায় তিনি এই কাজে সফল হন। খবর ডেইলি সাবাহর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কোরআন
- স্বর্ণ
- সিল্ক স্মিতা
- অক্ষর