কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে শ্রমিকদের পাওনা বঞ্চিত ইস্যুতে চাপ বাড়ছে ব্র্যান্ডদের ওপর

ইত্তেফাক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫১

করোনার সময়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বহু শ্রমিক কাজ হারিয়েছে। অনেক কারখানার শ্রমিক মজুরিসহ অন্যান্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে কিংবা কম পেয়েছে। যেসব কারখানার শ্রমিক এ ধরনের উপায়ে পাওনা বঞ্চিত হয়েছে, ঐসব কারখানা থেকে পণ্য নেওয়া আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ওপর চাপ তৈরি হচ্ছে। ইউরোপভিত্তিক আন্তর্জাতিক শ্রমিক অধিকার প্ল্যাটফরম ক্লিন ক্লথস ক্যাম্পেইন (সিসিসি) গতকাল থেকে ‘পে ইওরস ওয়ার্কার’ নামে একটি প্রচারণা শুরু করেছে। বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক এবং নাইকিকে শুরুতে এ বিষয়ে টার্গেট করা হয়েছে। এসব ব্র্যান্ডের পণ্য সরবরাহকারী কারখানার শ্রমিকরা যাতে পুরো পাওনা পায়, তা নিশ্চিত করতে এই প্রচারণা শুরু করেছে। বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর ওপর শ্রমিক অধিকার রক্ষায় কাজ করা গ্রুপ হিসেবে সিসিসির প্রভাব রয়েছে। তাদের মতামত কিংবা আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেয় ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো। সম্প্রতি সিসিসি এক হিসাবে দেখিয়েছে, করোনার শুরুর প্রথম তিন মাসে বিশ্বব্যাপী গার্মেন্টস খাতের শ্রমিকরা প্রায় ৫৮০ কোটি ডলারের সমপরিমাণ পাওনা থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৯ হাজার কোটি টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও