আক্রমণভাগে তারকার ছড়াছড়ি। কোচ টমাস টুখেলও সাজিয়েছেন আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা। সেখানে যাকে ঘিরে মূল পরিকল্পনা, সেই নেইমার স্বাভাবিকভাবেই থাকবেন সামনের দিকে। তিনি পড়ে থাকলেন মাঝমাঠে। স্তাদ দে রাঁসের বিপক্ষে তার পজিশন নিয়ে সন্তুষ্ট নন পিএসজির কোচ।