![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/09/28/og/153527_bangladesh_pratidin_DINAJPUR--Khorer-Dam-Briddi.jpg)
দিনাজপুরে খড়ের দাম বাড়ায় বিপাকে খামারি ও প্রান্তিক চাষীরা
টানা বর্ষণ ও বিভিন্ন স্থানে বন্যা হওয়ায় ওইসব অঞ্চলে গো-খাদ্যের তীব্র ঘাটতি দেখা দেয়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা থেকে খড় ক্রয় নিয়ে যাচ্ছে ওইসব অঞ্চলে। এতে করে দিনাজপুরে চাহিদার তুলনায় খড়ের সরবরাহ কমায় দাম বাড়তির দিকে। আর গো-খাদ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছেন গো-খামারি ও প্রান্তিক চাষীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টানা বর্ষণ
- প্রান্তিক