![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Ffcc031af-8c15-4100-a22c-774a4156f10a%252F1601119951090.jpg%3Frect%3D0%252C30%252C1200%252C630%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
আপিল বিভাগের রেকর্ড নিম্ন আদালতও গড়ুক
দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা অসামান্য সুখবর পেলাম। আপিল বিভাগ ২৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি প্রকাশ করেছেন।
১৩ জুলাই থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল বিভাগের অনধিক আটজন বিচারপতি ৪৩ কার্যদিবসে ৪ হাজার ৭৩টি মামলা নিষ্পত্তি করেছেন।
- ট্যাগ:
- মতামত
- আপিল বিভাগ
- নিম্ন আদালত