‘গুলি করে মারবেন না’, বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে থানায় আত্মসমর্পণ উত্তরপ্রদেশের দুষ্কৃতীর

আনন্দবাজার (ভারত) উত্তর প্রদেশ প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫

কাঠখোট্টা চেহারা। এক গাল পাকা দাড়ি। থানার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সে। তার গলায় ঝুলছে একটি বোর্ড। সেখানে লেখা, ‘‘আমি ভুল কাজ করেছি। সম্ভল পুলিশের ভয়ে ভীত। আমি আমার সব দোষ স্বীকার করে নিচ্ছি। আত্মসমর্পণও করছি। দয়া করে আমাকে গুলি করে করবেন না।’’

রবিবার এই রকম ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলের নাখাসা থানাতে। নইম নামের ওই দুষ্কৃতী এ ভাবেই আত্মসমর্পণ করেছে পুলিশের কাছে। এই ঘটনার ছবি রবিবার নিজেদের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছে সম্ভল পুলিশ। তার পর থেকে তা ঘুরছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও