পাঁচ বছর ধরে শিকলবন্দী

প্রথম আলো রানী নগর প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৭

মানসিক ভারসাম্যহীন নিপেন চন্দ্র প্রায় ৩০ বছর ধরে বাড়িতে আটকা রয়েছেন। পাঁচ বছর তাঁকে শিকলবন্দী রাখা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, অর্থাভাবে তাঁর উন্নত চিকিৎসা করাতে পারছেন না। মারমুখী আচরণের কারণে তাঁকে শিকলবন্দী করে রাখা হয়েছে।

নিপেন চন্দ্র (৪০) নওগাঁর রানীনগর উপজেলার ভান্ডারা গ্রামের মৃত নরেশ চন্দ্র পালের ছেলে। ছোটবেলায় নিপেন সুস্থ ও স্বাভাবিক ছিলেন। পড়াশোনাতেও ভালো ছিলেন। ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় হঠাৎ করে নিপেনের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন তাঁর পরিবারের সদস্যরা। একপর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন নিপেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও