You have reached your daily news limit

Please log in to continue


ইউনাইটেডকে পেনাল্টি নিয়ে খোঁচা দিলেন মরিনিও

কোচ হিসেবে এখনো কিছু জিতেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ওলে গুনার সুলশার। কোচ হিসেবে এখনো পাকা হয়ে ওঠেননি এই নরওয়েজিয়ান। এ কারণেই হয়তো ভুলটা করে বসেছেন, কথাবার্তা ছাড়া জোসে মরিনিওকে খোঁচা দিয়ে বসেছিলেন পরশু। অন্য কোনো কোচ হলে হয়তো ছাড় পেয়েও যেতেন। কিন্তু মরিনিও বলে কথা, এ যে খাল কেটে কুমির আনা নয় একেবারে হাঙর ডেকে আনা! ইউরোপার বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে মেসিডোনিয়ান ক্লাবের গোলবার পাঁচ সেন্টিমিটার কম পেয়েছিলেন মরিনিও। সেটা কর্তৃপক্ষকে বলে সরিয়ে নিয়েছিলেন। সে প্রসঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে টেনে আনার কোনো সম্ভাবনা ছিল না। পরশু ব্রাইটনের বিপক্ষে পাঁচবার গোল পোস্ট ও বার বাঁচিয়ে দিয়েছিল ইউনাইটেডকে। জয়ের আনন্দে তাই মরিনিওকে টেনে এনেছিলেন সুলশার। কাল নিজের দল ড্র করায় এমনিতেই ক্ষেপে ছিলেন, এর মধ্যে সুলশারের কথা মনে করিয়ে দিতেই পাটকেল ছুড়লেন মরিনিও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন