![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/28/1603b6b5f49a6a3799a3138c50cd9a9e-5f710d88ce9d2.jpg?jadewits_media_id=690730)
বিভ্রান্তিতে আছেন প্রবাসীরা
টিকিট কবে পাওয়া যাবে, কোন তারিখের রিটার্ন টিকিট কবে পাওয়া যাবে, কিংবা আদৌ পাওয়া যাবে কিনা, অথবা ভিসার মেয়াদ ও ইকামার মেয়াদ কীভাবে ও কবে বাড়ানো হবে—এসব বিষয়ে এখনও বিভ্রান্তির মধ্যে আছেন সৌদি থেকে ছুটিতে দেশে আসা প্রবাসীরা। তারা এখনও মনে করেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভিসা ও ইকামার মেয়াদ আছে। আর টিকিটের বিষয়ে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে তেমন কোনও আশ্বাস না পেলেও ভরসা করছেন—একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর। তাই বিমানের টিকিট পেতেও মরিয়া হয়ে উঠেছেন তারা। টিকিটের আশায় দিনের পর দিন ঘুরতে থাকা প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এই উৎকণ্ঠার কথা।