![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2014%252F09%252F17%252F13cbccea015f98693af63068321dc796-5266b43c371c5-images--1-.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জানাজা ও দাফন আজ
শ্রদ্ধা নিবেদনের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ আজ সোমবার বেলা ১১টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
গতকাল রোববার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএইমএইচ) চিকিৎসাধীন অবস্থায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ইন্তেকাল করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জানাজা
- দাফন
- মাহবুবে আলম