জনগণকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল আর্মেনিয়া
নাগোরনো–কারাবাখ নিয়ে অনেক বছর ধরেই বৈরী সম্পর্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। সে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের সীমান্তে আজ রোববার ইয়েরেভান এবং আজেরি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায় উপনীত হয়েছে। এ অবস্থায় সামরিক আইন জারি করে নিজ জনগণকে দেশ রক্ষার প্রস্তুতি নিতে বলেছে আর্মেনিয়া সরকার।