![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F5f4abdf4-2fca-4489-b0bd-cc76a295e751%252FARMENIA_AZERBAIJAN_KARABAKH_CONFLICT_095640.jpg%3Frect%3D0%252C76%252C2200%252C1155%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জনগণকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল আর্মেনিয়া
নাগোরনো–কারাবাখ নিয়ে অনেক বছর ধরেই বৈরী সম্পর্ক আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। সে উত্তেজনা এখন তুঙ্গে। দুই দেশের সীমান্তে আজ রোববার ইয়েরেভান এবং আজেরি বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায় উপনীত হয়েছে। এ অবস্থায় সামরিক আইন জারি করে নিজ জনগণকে দেশ রক্ষার প্রস্তুতি নিতে বলেছে আর্মেনিয়া সরকার।