খামারে চাড়ি (খাবার দেওয়ার পাত্রা), খইল, খড়, ভুসিসহ সবকিছু আছে। নেই শুধু খামার ভরা গরু। সব নিয়ে গেছে ডাকাত। খামারে বেঁধে রেখে গেছে দুই প্রহরীকে। তাও আবার যার তার গরু নয়। ডাকাতদল নিয়ে গেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের গরু। ঘটনাটি মুক্তাগাছার ডৌয়াখোলা গ্রামের।
খামার থেকে দেশী-বিদেশী জাতের ১৬টি ষাঁড় গরু নিয়ে গেছে ওই ডাকাতদল। শনিবার রাত আড়াইটার ডৌয়াখোলা গ্রামের আরব এগ্রো ফার্মে এ ঘটনাটি ঘটে। খামারটির মালিক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
ময়মনসিংহের মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের মালতিপুর সড়কের পাশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরব আলী আরব এগ্রো ফিড নামে গরুর খামার দেন। ওই খামারে বড় হচ্ছিল দেশী-বিদেশী ২৬টি ষাঁড়। খামার মালিকের দাবি, গরুগুলোর দাম ২০ লাখ টাকার মতো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.