![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fb44c9ce4-8d0c-48ae-8b5b-0ae98a03e0d0%252Fkitharingtonig_64563189_622517508238593_5805837484917863697_n.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C567%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
‘গেম অব থ্রোনস’খ্যাত কিট হেরিংটন বাবা হচ্ছেন
গেম অব থ্রোনস–এর অবদান নানা জায়গায় নানাভাবে। প্রায় গোটা একটা দশক দর্শককে মাতিয়ে রেখেছিল অসাধারণ সব গল্প দিয়ে। অভিনেতা কিট হেরিংটন প্রেমিকাকে খুঁজে পেয়েছিলেন এই সিরিজের হাত ধরেই। তখন ২০১২ সাল। সেটের এক নতুন অভিনেত্রীকে মনে ধরে যায় সিরিজটির কেন্দ্রীয় অভিনেতার। এরপর থেকে প্রেম কিট হেরিংটন ও রোজ লেসলির। আর এক দশকের মাথায় শোনা গেল, এই পরিবারে আসছে নতুন অতিথি।
কিট ও রোজের ঘরে সন্তান আসছে। খবরটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেক সাময়িকী। ওই সাময়িকীর ফ্যাশন সম্পাদক উরশুলা লেক ইনস্টাগ্রামে রোজের একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। যেখানে রোজকে দেখা গেছে ‘বেবি বাম্প’সহ। উরশুলা স্ট্যাটাসে লিখেছেন, ‘সুন্দরী রোজ লাসলির সঙ্গে অসাধারণ কাজ হলো। রোজকে প্রচ্ছদকন্যা করে মেক–এর এবারের সংখ্যা বেরিয়েছে। রোজকে যাঁরা ক্যামেরাবন্দী করেছেন, সেই আলোকচিত্রী নারী দলকে ধন্যবাদ। ধন্যবাদ রোজকে, যিনি প্রথমবার মা হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন।’