You have reached your daily news limit

Please log in to continue


রায়নার ফেরার গুজব উড়িয়ে দিল সিএসকে

পরপর দু’ম্যাচ হেরে প্রচণ্ড চাপে চেন্নাই সুপার কিংস। দলের ব্যাটিং ব্যর্থতাই এর অন্যতম কারণ। ওপেনার শেন ওয়াটসন ও মুরলী বিজয় নিজেদের ফর্মের ধারেকাছে নেই। তিন নম্বরে অম্বাতি রায়াডু শুরুটা ভালো করলেও চোটের কারণে খেলতে পারেননি পরের দুটি ম্যাচে। ছন্দে নেই কেদার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় জোরালো হচ্ছিল সুরেশ রায়নাকে দলে ফেরানোর দাবি। কিন্তু তেমনটা যে হবে না, তা সাফ জানিয়ে দিল সিএসকে কর্তৃপক্ষ। আইপিএল শুরুর আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছিলেন সুরেশ রায়না। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, কিছুদিনের মধ্যে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। রায়নার প্রত্যাবর্তনের দাবি জোরাল হয় দলের ক্রমাগত ব্যাটিং ব্যর্থতার জেরে। সিএসকে সমর্থকরাও তার হয়ে সওয়াল করতে থাকেন। কিন্তু যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন সিএসকে’র সিইও কাশী বিশ্বনাথন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন