বিনা মূল্যে করোনার টিকা পেতে লাতিন আমেরিকার নেতাদের আহ্বান
প্রথম আলো
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৯
করোনাভাইরাসের টিকা এলে বিনা মূল্যে প্রবেশাধিকারের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোর নেতারা। বিশ্বের সব দেশের সুরক্ষার জন্য শক্তিশালী দেশগুলোকে টিকা–সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়ার আহ্বান জানান নেতারা।
লাতিন আমেরিকার দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ অনেক বেশি। সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির হিসাবে এ পর্যন্ত লাতিন আমেরিকায় ৯০ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।