![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fbc006d65-8205-4530-b7c4-949d36de79f8%252FUntitled_1.jpg%3Frect%3D0%252C30%252C800%252C420%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু
আজ রোববার একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ভর্তির ওয়েবসাইটে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে কলেজ-মাদ্রাসাগুলো।
তবে রেজিস্ট্রেশন করার আগে ভর্তি নিশ্চায়ন করতে হবে শিক্ষার্থীদের।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।