‘মনে হচ্ছে শ্রীলঙ্কা সফর আমার জন্যই পেছাচ্ছে’
মুখে কদিনের না কামানো দাঁড়ি, গায়ে ধূসর রাঙা টি-শার্ট আর হাতে চাকু। কাল বিকেলে বিসিবি একাডেমি ভবনের ঝুলবারান্দায় দাঁড়িয়ে সেই চাকু দিয়ে আমড়া কাটছিলেন আবু জায়েদ। এখন তাঁর আমড়ার মতো ভিটামিন সি-সমৃদ্ধ ফলই বেশি খেতে হচ্ছে। এক সপ্তাহ হলো ২৭ বছর বয়সী পেসার করোনায় আক্রান্ত, বিচ্ছিন্ন হয়ে আছেন বিসিবি একাডেমি ভবনের তিন তলার একটি কক্ষে।
বারান্দায় দাঁড়িয়ে আবু জায়েদ যখন আমড়া কাটছিলেন, অদূরে শেরেবাংলা স্টেডিয়াম থেকে ভেসে আসছিল সতীর্থদের অনুশীলন আর হইচইয়ের শব্দ। সেই শব্দ শুনে মনটা তাঁর ডুবে যাচ্ছিল বিষাদে। মুঠোফোনে বলছিলেন, ‘করোনার কারণে দরজার বাইরেও যেতে পারছি না। ২০১২ সালে একবার বড় চোটে পড়েছিলাম। তখন তবু ইচ্ছেমতো এখানে-ওখানে যেতে পারতাম। আর এখন... করোনার কারণে অনেকে বাঁকা চোখেও তাকাচ্ছে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে