![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmissing-20200927082842.jpg)
শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে জামাই নিখোঁজ
মানিকগঞ্জের সিংগাইরে শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন এক কারখানা শ্রমিক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করলেও দু’দিনেও তার কোনো খোঁজ মেলেনি।
পরিবার ও থানার সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের কহিলাতলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আজিজুল ইসলাম ওরফে আজি (৩২) স্থানীয় সুতার কারখানা মুমানু পলিস্টার ইন্ড্রাস্টিজের একজন শ্রমিক।