পাঁচিল কাণ্ডে জট কাটল না
পাঁচিল-কাণ্ড নিয়ে জট কাটার লক্ষণ নেই বিশ্বভারতীতে। পাঁচিল সংক্রান্ত বিতর্ক নিরসনের জন্য শনিবার বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটি। কিন্তু, বৈঠকের মাঝেই বেরিয়ে গেলেন বোলপুর ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।
এ দিনের বৈঠকে কমিটির চার সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, পুলিশ সুপার শ্যাম সিংহ। আর ছিলেন বোলপুর ব্যবসায়ী সমিতি, পড়ুয়া, আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের তরফে প্রতিনিধিরা। ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনীল সিংহের অভিযোগ, “কমিটি আগে থেকেই পৌষমেলার মাঠ ঘেরার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এর পরে আলোচনার আর অর্থ থাকতে পারে না। তাই বৈঠক বয়কট করেছি।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বৈঠক
- কাণ্ড
- পাঁচিল