কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘর পাচ্ছেন সেই বাসন্তী রেমা

ডেইলি বাংলাদেশ মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:০০

টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগ কলাক্ষেত কেটে ফেলায় নিঃস্ব হয়ে পড়া বাসন্তী রেমা নামে এক গারো নারীকে পাকা ঘর করে দেয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।

মধুপুরের ইউএনও আরিফা জহুরা বলেন, গত বৃহস্পতিবার জেলা ও উপজেলা প্রশাসন, বন বিভাগ ও গারো সম্প্রদায়ের নেতাদের বৈঠকে গারো আদিবাসীদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১৫ সেপ্টেম্বর টাঙ্গাইলের মধুপুর বনের জমি উদ্ধারের নামে গারোদের সর্বস্বান্ত করা হচ্ছে বলে অভিযোগ ওঠে বন বিভাগের বিরুদ্ধে।

শোলাকুড়ি ইউপির পেগামারীতে দরিদ্র বাসন্তী রেমার জীবিকার একমাত্র অবলম্বন কলাবাগানটি কেটে ফেলে বন বিভাগ। এ ঘটনায় ক্ষুব্ধ গারো সম্প্রদায়ের লোকজন বন বিভাগের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে বনভূমি উদ্ধার অভিযান আটকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও