জম্মু-কাশ্মীর: অনন্তনাগে গ্রেফতার TRF জঙ্গি তালিব ভাট, উদ্ধার অস্ত্র

এইসময় (ভারত) জম্মু প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৮

কাশ্মীরে পুলিশ ও সেনার যৌথ অভিযানে শনিবার ধরা পড়ল 'দ্য রেজিস্টেন্স ফ্রন্ট', টিআরএফের জঙ্গি তালিব ভাট। ভারতীয় সেনার ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (RR) ও অনন্তনাগ পুলিশের যৌথ একটি টিম এদিন কাপরান ও দোরু এলাকায় অভিযান চালিয়ে তালিব ভাটকে গ্রেফতার করে। কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয়েছে ধৃত তালিব টিআরএফের সঙ্গে জড়িত। তার বাড়ি জম্মু-কাশ্মীরের দেহরুনা অঞ্চলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও