![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F044f7a1f-8cd8-4f00-931d-03f54fa4e229%252FPatuakhali_DH0583_20200926_Patuakhali_Rangabali_pic__26_09_2020.jpg%3Frect%3D0%252C159%252C3000%252C1575%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জমি ফিরে পেলেও চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের দুই একর জমির রোপা আমন ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ইউপি সদস্য মাসুদ মৃধার নেতৃত্বে দুর্বৃত্তরা গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জমির মালিক আজাহার মোল্লা।
তবে মাসুদ মৃধা অভিযোগ অস্বীকার করেছেন।জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের আশু সরদার ৭ একর ২৩ শতাংশ জমি রেখে মারা যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আমন ধান
- দুর্বৃত্তরা
- ধানের চারা