![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F1-fream-20200926205640.jpg)
হবু বরের সঙ্গে দুবাই পাড়ি দিলেন নুসরাত ফারিয়া
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার। দীর্ঘ সাত বছরের প্রেম শেষে প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি। গেল মার্চে বাগদান সেরেছেন। সবকিছু ঠিক থাকলে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আগামী ডিসেম্বরে। তবে বিয়ের আগেই স্বামীকে নিয়ে দুবাই ঘুরতে গেলেন এই নায়িকা।
নুসরাত ফারিয়া তার সামজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানালেন এ কথা। গতকাল ২৫ সেপ্টেম্বর প্লেনে চড়ার ছবি দিয়েছেন তিনি। একের পর এক ছবি আপলোড করেই চলেছেন ফারিয়া। সেসব ছবিতে চেক-ইন দেওয়া হচ্ছে দুবাই।