
লন্ড্রিতে দুই বধূর বিয়ের পোশাক বদল, ফিরে পেলেন ৩১ বছর পর
বিয়ের পর নিজেদের বিয়ের পোশাক পরিষ্কার করতে লন্ড্রিতে দিয়েছিলেন দুই মহিলা। এরপর লন্ড্রি থেকেই পাল্টাপাল্টি হয়ে যায় তাদের পোশাক। একজনেরটা চলে যায় অন্যজনের কাছে। আনন্দবাজার পত্রিকা’র এক প্রতিবেদন থেকে জানা গেছে,
কানাডার অন্টারিওতে ঘটেছে এই ঘটনা। সম্প্রতি ফেসবুকের সৌজন্যে ৩১ বছর পর দুজনই ফিরে পেলেন তাদের বিয়ের স্মৃতিবিজড়িত পোশাক। ১৯৮৯ সালে বিয়ে হয় ক্যাফথি প্রায়রের। বিয়ের পর সেই পোশাক পরিষ্কার করতে লন্ড্রিতে দিয়েছিলেন। তারপর থেকে বাক্সে ভরেই রাখা ছিল তা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিয়ের পোশাক
- লন্ড্রি
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে
১ বছর আগে