কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পিয়াজের পর চালের দাম বৃদ্ধি : বিপাকে মানুষ

সংবাদ সৈয়দপুর প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:০২

পেয়াজের বাজারের অস্থিরতা কাটতে না কাটতেই সৈয়দপুরে চালের বাজার এখন ঊর্ধ্বমুখী। মাত্র ১০ দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে চালের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২৫০ টাকা। একই সঙ্গে খুচরা পর্যায়ে কেজি প্রতি সব ধরনের চালের দর বেড়েছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। এর মধ্যে স্বর্ণা জাতের মোটা চাল বাজার থেকে উধাও হয়ে গেছে। এতে বেশি দামে অন্যান্য জাতের সরু চাল কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ ক্রেতারা। চাল ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরু চালের ওপর চাপ বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ফলে বিপাকে পড়েছেন সাধারণ আয়ের শ্রমজীবী মানুষ।

সরেজমিনে শহরের চাল মার্কেট ঘুরে দেখা যায়, সাধারণ মানুষের বেশি চাহিদার স্বর্ণা চাল পাওয়া যাচ্ছে না। স্বর্ণা চাল বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে। বাজারে স্বর্ণা চাল না পেয়ে ক্রেতারা সরু চাল কিনছেন। পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তা স্বর্ণা চাল ২১০০ টাকায় উঠলেও তা পাওয়া যাচ্ছে না। চালের পাইকারি বাজারে ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বেড়েছে ১৫০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত। বর্তমানে বাজারে ৫০ কেজির প্রতি বস্তা ২৩৫০ টাকার মিনিকেট ২৬০০ টাকায়, বিআর ২৯ চাল প্রতি বস্তা ২১৩০ টাকার স্থলে ২৩০০ টাকায়, বিআর ২৮ চাল প্রতি বস্তা ২২৫০ টাকার স্থলে ২৫০০ টাকায়, পাইজাম চাল প্রতি বস্তা ২১৫০ টাকার স্থলে ২৩০০ টাকায় এবং বাসমতি চাল প্রতি বস্তা ২৬০০ টাকার স্থলে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম চাল ৪৮ টাকার স্থলে ৫২ টাকায়, বাসমতি প্রতি কেজি ৫৭ টাকার স্থলে ৬০ টাকায়, বিআর২৯ চাল ৪৬ টাকার স্থলে ৪৮-৫০ টাকায়, বিআর ২৮ চাল ৫০ টাকার স্থলে ৫২ টাকায় ও মিনিকেট চাল ৫২ টাকার স্থলে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। চালের ঊর্ধ্বমুখী দামে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও