পোশাক বদল, ৩১ বছর পরে দুই ঘরে ফিরল বিয়ের স্মৃতি
বিয়ের পোশাক মেয়েদের কাছে সব সময়েই বিশেষ প্রিয়। নিয়মিত পরা না হলেও স্মৃতি হিসেবে তা অনেকেই যত্ন করে তুলে রাখেন। কারণ, কেউই তা নষ্ট হতে বা হারিয়ে যেতে দিতে চান না। কিন্তু কপালে থাকলে বিপদ তো হবেই। কানাডার অন্তারিওর দুই মহিলা নিজেদের বিয়ের পোশাক পরিষ্কার করতে দিয়েছিলেন। এর পরে তা লন্ড্রি থেকেই পাল্টাপাল্টি হয়ে যায় তাঁদের পোশাক। এরটা ওর কাছে আর ওরটা এর কাছে চলে আসে। ৩১ বছর পর সেই পোশাক ফিরে পেলেন দু’জনেই। সৌজন্যে ফেসবুক।
ক্যাফথি প্রায়রের বিয়ে হয় ১৯৮৯ সালে। বিয়ের পর সেই পোশাক পরিষ্কার করতে দিয়েছিলেন। তারপর থেকে বাক্সে ভরেই রাখা ছিল তা। ক্লিনার্স থেকে এনে সে সময় খুলেও দেখেননি তিনি। সম্প্রতি তিনি দেখেন, পোশাকটি তাঁর নয়। এর পরে সেই ঘটনার কথা তিনি লিখেছিলেন নিজের ফেসবুক প্রোফাইলে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিয়ের পোশাক
- ফিরে পাওয়া
- অদলবদল
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে
৮ মাস আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে