রাবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা
দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি ও চারুকলা অনুষদ সংলগ্ন রাস্তায় চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। বন্ধ ক্যাম্পাসে এসে রাস্তার বেহাল দশার চিত্র সামাজিক মাধ্যমে তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে রাস্তাটি সংস্কার না করায় প্রশাসনের সমালোচনা করছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাস বন্ধ থাকার সুযোগকে কাজে লাগিয়ে রাস্তা সংস্কার করার হোক এমনিতেই প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হলের সামনের রাস্তা এবং স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পিছন থেকে চারুকলার গেইট পর্যন্ত বিস্তৃত এ রাস্তাটির বেশিরভাগ জায়গায় পিচ উঠে গেছে। ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে এবং একটু বৃষ্টিতে হাঁটু পানি জমছে এই রাস্তায়। দুর্ঘটনার আশঙ্কায় আছেন এখানকার শিক্ষার্থীরা।