![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftravel%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbahadur-shah-20200926172915.jpg)
ফের প্রাণবন্ত বাহাদুর শাহ পার্ক
করোনাভাইরাস মহামারির প্রভাবে কালের সাক্ষী পুরান ঢাকার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে দীর্ঘদিন মানুষের পদচারণা ছিল না। বহুদিন ধরে এই পার্ক যেন খাঁ খাঁ করছিল। তবে পরিস্থিতির সঙ্গে মানুষ কিছুটা মানিয়ে নিতে শুরু করায় বাহাদুর শাহ পার্ক যেন তার স্বরূপে ফিরতে শুরু করেছে। আগের মতো সকাল-সন্ধ্যা বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের পদচারণায় মুখর থাকছে পার্কের পরিবেশ।