অ্যাটাকিং বলে শুরুতে ফেরাতে হবে ওয়ার্নার-বেয়ারস্টোকে
অফ স্টাম্পের বাইরের বলে ওয়ার্নারের সমস্যা চোখে পড়েছে। সেটা কাজে লাগাতে হবে নাইট বোলারদের। আবু ধাবির উইকেটে নারিন-কুলদীপের বদলে নাইট পেসাররাই ওয়ার্নারদের ফেরানোর দায়িত্ব নিক।
কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হেরে গিয়েছে বলেই গেল গেল রব তোলার কিছু নেই। প্লে অফে যাওয়ার ক্ষমতা পুরোমাত্রায় রয়েছে টিমটার। কিন্তু জিতব বললেই তো আর জেতা যাবে না, তার জন্য স্ট্র্যাটেজি করতে হবে।