![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fprobash%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Famy-20200926152146.jpg)
ওমানে ভাগনের হাতে খুন বোয়ালখালীর দুই সহোদর
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভাগনের হাতে খুন হয়েছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দুই সহোদর। ঘুমন্ত অবস্থায় তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওমান পুলিশ। তারা হলেন- মো. জানে আলম (৪০) ও মো. হাবিব (৩৮)।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ওমানের ইবরি প্রদেশে এ রোমহর্ষক ঘটনা ঘটে। এ খবর শুক্রবার দেশে পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।