৮৪ বছরের দাদির ৯ লাখ ‘নাতি-নাতনি’
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৬
নব্বয়ের দশক থেকে এ পর্যন্ত হাজারো ঘণ্টা গেমিং জগতে কাটিয়েছেন শারলি কারি। তার বয়স বর্তমানে ৮৪ বছর। বর্তমানের অনেক শীর্ষস্থানীয় গেইমারের জন্মের আগে তার গেইমিং জীবন শুরু হয়।
‘দ্য এল্ডার স্ক্রলস ফাইভ: স্কাইরিম’ গেমে তার গল্পকথনের ভূয়সী প্রশংসা করেন গেমিং জগতের লোকজন। তবে তিনি এই প্রশংসাকে অনেকটাই অবান্তর বলে মনে করেন।
তিনি বলেন, মানুষ যখন আমাকে লিজেন্ড অভিহিত করে, আমি বেশ বিব্রত হই। আমি এক্ষেত্রে একজন নবাগত বয়স্ক দাদিমা মাত্র। ওহিওর নিজ গৃহে কম্পিউটারের সামনে বসে দিন শুরু হয় তার।
- ট্যাগ:
- জটিল
- গেমার
- বয়স্ক নারী
- নাতি-নাতনি