একজন কথোয়াল এবং ব্যক্তি ও সমাজের যৌথ নকশিকাঁথা

বাংলা ট্রিবিউন গৌতম গুহ রায় প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০

গল্প বা উপন্যাস তো আসলে সময়ের আখ্যান,কিন্তু সেই ‘সময়’ নিরালম্ব নয়,তার উপস্থাপনায়,অর্থাৎ গ্রহিতার পুনর্বিন্যাসে সময়ের চরিত্রও নির্ধারিত হয়ে যায়। গ্রহিতা বা আখ্যানের পাঠক যদি সৃষ্টিশীল পুনর্নির্মাণে দক্ষ না হন,তবে তাঁর সময়বোধ ভ্রান্তি আচ্ছন্ন হতে বাধ্য।

পার্থক্যে চিহ্নায়িত আমাদের এই সময়,এই সমাজ। আধুনিকোত্তর সময়ে মুখ ও মুখোশের প্রতীতি যখন অসম্ভব হয়ে পড়ছে,আকরণগত বিন্যাসের দ্বন্দ্বে মুছে যাচ্ছে মানব-পরিস্থিতির যাবতীয় আদি বোধ ও ধারণা,তখন একজন আখ্যানকারকে দায়িত্ব নিয়ে সামাজিক বিন্যাসের বয়ান,পুনর্বয়ান ঘটাতে হয় তাঁর সৃজনের মধ্য দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও