গোটা বিশ্বেই রাষ্ট্রীয় অ্যাকাউন্টে লেবেল জুড়বে টুইটার
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১
শুধু সুনির্দিষ্ট কিছু রাষ্ট্রে নয়, গোটা বিশ্ব জুড়েই রাষ্ট্রীয় অ্যাকাউন্টে লেবেল জুড়বে টুইটার। যদি টুইটের পেছনে কোনো “অন্তর্নিহিত উদ্দেশ্য” থাকে, তাহলেই পদক্ষেপ নেবে মাইক্রোব্লগিং সাইট খ্যাত প্রতিষ্ঠানটি।
শুক্রবার এ ব্যাপারে জানিয়েছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। ‘অসলো ফ্রিডম ফোরামের’ ভার্চুয়াল আয়োজনে অংশ নেন ডরসি। সেখানে তিনি চীন ও ইরানের মতো দেশগুলোর নেতৃস্থানীয়দের টুইটার ব্যবহারের পক্ষে কথা বলেছেন, এবং বিশ্বব্যাপী লেবেল জুড়ে দেওয়ার কথা জানান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।