'বয়ফ্রেন্ডে'র বাড়ি থেকেই NCB অফিসে শ্রদ্ধা কাপুর!
বলিউড মাদক তদন্তে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) অফিসে এলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কমপক্ষে ১ ঘণ্টা দেরিতে NCB অফিসে পৌঁছন তিনি। সাড়ে ১০টায় পৌঁছনোর কথা থাকলেও, দেরিতে পৌঁছন শক্তি কাপুরের মেয়ে। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মতো NCB গেস্ট হাউজ নয়, শ্রদ্ধা পৌঁছেছেন মুম্বইয়ে NCB অফিসে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্রের খবর, ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা-কে তিন দিন জিজ্ঞাসাবাদের পর বলিউডে মাদক তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে NCB। তদন্তকারীদের হাতে এসেছে, সেলিব্রিটি ক্লায়েন্টদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট। আর তাতেই জানা গেছে, দীপিকার ম্যানেজারই সেলেব ক্লায়েন্টদের মাদক পৌঁছনোর ব্যবস্থা করতেন। অভিযোগ, শ্রদ্ধা কাপুরের জন্য CBD ওয়েল সংগ্রহ করতেন বলেও জানিয়েছেন জয়া।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.