কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম উড়োজাহাজ নিয়ে উড়লাম একা

প্রথম আলো প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২১

বিমানবন্দরের পাইলট লাউঞ্জের জানালা দিয়ে হাত নেড়ে যাচ্ছেন আমার ফ্লাইট প্রশিক্ষক। সঙ্গে তাল মিলিয়ে বিমানবন্দরের কর্মী ইঞ্জিন চালুর সংকেত দিচ্ছেন সামনে দাঁড়িয়ে। ফ্লাইট প্রশিক্ষক একটু পর হাতমাইকে বললেন, ‘আই বিলিভ ইন ইউ, ফোকাস অ্যান্ড ইউ গট দিস সিলিয়া।’ ছোট্ট প্রশিক্ষণ উড়োজাহাজ সেসনা ১৭২-এর ককপিটে বসে ভাবছি, ‘কোনো মানে হয় এসবের!’

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একক বিমান চালনা ক্রস কান্ট্রি ফ্লাইটের প্রথম দিন আজ। প্রায় ২৫০ নটিক্যাল মাইল রাউন্ড ট্রিপ, ৩টি বিমানবন্দরে অবতরণ। আমার ফ্লাইট বা উড্ডয়ন পরিকল্পনা অনুযায়ী পথ হলো—ডেটোনা বিচ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানি নিতে ভেরো বিচ আঞ্চলিক বিমানবন্দর, সেখান থেকে বিরতির জন্য অরল্যান্ডো মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দর, তারপর হোম এয়ারপোর্ট ডেটোনায় ফিরে আসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও