![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fc5fc4dd8-9b10-4a43-8860-1d71dc703b1b%252Fsach1.PNG%3Frect%3D0%252C0%252C829%252C435%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F0f57d011-95c9-4c51-ae22-a9a2d3127591%252Fstamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
টি-টোয়েন্টি খেললে তাঁকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত
প্রথম আলো
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩১
গত পরশু হুট করে হৃদ্রোগে আক্রান্ত হয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার, জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রীড়াবিশ্লেষক ডিন জোন্স। এর পর থেকেই শোকসন্তপ্ত ক্রিকেট বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা-তর্পণ করছেন সবাই। কারও চোখে ক্রিকেটার ডিন জোন্স অনন্য, কারও কাছে আবার মানুষ ডিন জোন্সের দাম অনেক বেশি। ক্রীড়া বিশ্লেষক হিসেবে তাঁর অসাধারণত্বের কথা ফুটে উঠেছে অনেকের স্মৃতিচারণে। ভারতের সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার অবশ্য প্রথম দলেই নাম লিখিয়েছেন। ক্রিকেটার ডিন জোন্সের কথাই তাঁর মনে পড়ছে বারবার।