![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/26/e1c5c1f91c04651f0b4de359999a996e-5f6eda4be1217.jpg?jadewits_media_id=690420)
বাড়তি ২০০ টাকা না দিলে মিলছে না ১০ টাকা কেজির চাল!
‘বাবারে বয়স বেশি হওয়ায় এখন আর মানুষের ক্ষেতে খামারে খাটতেও পারি না। আয় রোজগারও হয় না। শেখের মেয়ে ক্ষমতায় আসার পর গরিবের জন্য ১০ টাকা কেজি চালের ব্যবস্থা করে দিছে। গ্রামের মেম্বার সাব আমারে ১০ টাকা কেজি দরের ৩০ কেজি চালের জন্য একটা কার্ড দিছিল।
অনেক দিন ধরেই ৩০০ টাকা দিয়ে চাল নিয়ে অসুস্থ বুড়িরে নিয়ে কোনও মতো চলছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বেগুনবাড়ি বাজারে ৩০ কেজি চালের জন্য আসলে ৩০০ টাকা ছাড়াও ডিলার বেটা বাড়তি আরও ২০০ টাকা দাবি করে। হাতে টাকা না থাকায় ধার করে ৩০০ টাকা নিয়ে আইছিলাম। বাড়তি ২০০ টাকা দিতে না পারায় ডিলার চাল দেয়নি।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- অতিরিক্ত আদায়
- চাল বিতরণ