স্মার্টফোন এসে দখলে নিয়েছে অনেক কিছুই। হাত থেকে ঘড়ি উধাও হয়েছে, টেবিলে নেই অ্যালার্ম ক্লক। নোট বুক, ডায়েরি, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ফোন ডিরেক্টরি এই সব কিছুকে সরিয়ে জায়গা করে নিয়েছে স্মার্টফোন। এতো গেল পুরনো কথা, নতুন খবর অবাক করবে আপনাকে।
নোকিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের সঙ্গে জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্র ‘নো টাইম টু ডাই’- এর পার্টনারশিপের মাধ্যমে আমরা পাচ্ছি চমৎকার এক সংবাদ। আসন্ন বন্ড মুভি ‘নো টাইম টু ডাই’-এ নোমি চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী লাশানা লিঞ্চ। আর নোকিয়া ৮.৩ ৫জি মডেল ব্যবহার করে তারই ফটোশুট করেছেন সোশ্যাল মিডিয়া ‘ফোনোগ্রাফার’ বেন ম্যাকলিন। নতুন এই ফোনটির ক্যামেরা কতটা শক্তিশালী তার প্রমাণ মেলে ফটোশুটে বেন-এর ধারণকৃত ছবিগুলো থেকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.